বুধবার সকাল ১০ টার দিকে নাটোরের লালপুর উপজেলার পদ্মার নদীতে আনারুল
ইসলাম নামের এক জেলের জালে প্রায় ৫ ফুট লম্বা একটি কুমির ধরা পড়েছে।
জানা গেছে, আনারুল প্রতিদিনের ন্যায় পদ্মা নদীর নওসারা সুলতানপুর
এলাকায় মই জাল দিয়ে মাছ ধরার সময় তাঁর জালে কুমিরটি আটকে যায়।
অন্যান্য জেলেদের সগযোগিতায় আনারুল কুমিরটি ধরে তার নিজ গ্রাম
উপজেলার নাগশোষা গ্রামে ছোট একটি পুকুরে রাখে। কুমিরটি দেখতে
এলাকার লোকজন ভিড় করছে। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত
করেছেন।