সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘জনগণের ঐক্য স্বৈরশাসনকে প্রতিরোধ করতে পারে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ২৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

জনগণের অধিকার ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

ড. কামাল বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’ তিনি বলেন, ‘জনগণের ঐক্য স্বৈরশাসনকে প্রতিরোধ করতে পারে।’

আজ মঙ্গলবার ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ড. কামাল। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘জাতি আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ও সংবিধান অর্জন করেছে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছে। আমাদের অবশ্যই জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কার্যকর রাখতে আন্দোলন চালিয়ে যেতে হবে।’

ড. কামাল বলেন, ‘সংবিধান অনুযায়ী, জনগণ সকল ক্ষমতা ও রাষ্ট্রের মালিক। এ মালিকানা থেকে যারা দেশের জনগণকে বঞ্চিত করে, তারা সাংবিধানিক ও স্বাধীনতাবিরোধী কাজ করছে। কেউ যেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।’

ড. কামাল আরো বলেন, ‘জনগণের ঐক্যই সকল শক্তির ভিত। যারা সে শক্তি থেকে জনগণকে বঞ্চিত করতে চায়, তারা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। সেজন্য বর্তমান অবস্থা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে হলে আমাদের সকলকে অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451