সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আমার প্রত্যয় / কাজী জুবেরী মোস্তাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৩৬ বার পড়া হয়েছে

আমার প্রত্যয়

কাজী জুবেরী মোস্তাক
কোটি কোটি স্পাম কে পেছনে ফেলে আজকের এই আমি ,
এতো সহজে দমে যাবার জন্যে আমার জন্ম হয়নি ,
আমি আবার উড়তে শিখবো মেলবো ডানা আকাশই হবে ঠিকানা ৷
এই যে এই আমাকে দেখছো মরা গাংয়ের মতো শুকিয়ে গেছি ,
জোয়ার এলে ঠিক আবারও টইটুম্বুর হবো আমি ,
পুরোনো আমার আমিকে ঠিকঠাক আবার ফিরে পাবো আমি ৷
শতো বাধা পেরিয়ে যেমন বিজয়ী হয়ে এই পৃথিবীতে জন্মেছি ,
ঠিক আবারও আমার আসন পোক্ত করবো জানি ,
সব হারানোর বেদনা থেকে সমবেদনা খুঁজে নিয়ে জেগে উঠবো আমি ৷
এ পৃথিবীতে আসার জন্যও প্রতিযোগীতার যুদ্ধে নেমেছিলাম আমি ,
তবে এখন কেনো আমি করবো অনর্থক পাগলামি,
জীবন আর বাস্তবতাকে সামনাসামনি দেখে অনেক কিছু শিখেছি ৷
এবার আমি আবার গর্জে উঠবো ,নতুন করে পূনর্জন্ম হবে আমার ,
ভুলিনি ভুলে যাবোনা অন্যায় ,অত্যাচার ,অবিচার ,
আবারও শূন্য থেকেই পূনর্জন্ম নিয়ে বেঁচে থাকার দৃঢ় প্রত্যয় আমার ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451