মুন্সীগঞ্জের সিরাজদিখান যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাংলার প্রতিদিন ডেস্ক ::
-
আপডেট সময়
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
-
১৩১
বার পড়া হয়েছে
রুবেল মাদবর মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর দক্ষিন হাটি গ্রামের আজিজের ছেলে এমদাদুল হক (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, অনেক ডাকাডাকি করে সাড়া পাওয়া নাগেলে দড়জা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে গলায় রশি দিয়ে ঘরের আড়ার সাথে তার মৃতদেহ ঝুলছে। তবে বেশ কিছু টাকা ঋণ হওয়ায় এমদাদ ফাঁসি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে তাদের ধারণা। সপ্তাহ খানেক আগে ঝগড়া করে স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যায়। এর আগেও ৮-৯ লাখ টাকা ঋণ নিজের সম্পদ বিক্রি করে পরিশোধ করেছে বলে জানান এলাকাবাসী।
সিরাজদিখান থানার শেখের নগর ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে এটা ফাঁসি দিয়ে আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর