সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরকি গ্রাম থেকে তরিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে পাঁচরকি পূর্বপাড়ার বড়বাগান এলাকায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
তরিকুল ইসলাম রেউই গ্রামের আমজাদ আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
সাত্ক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, লাশটির গায়ে কোনো আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি। মৃত্যুর পর তাঁকে নিকটস্থ স্থান থেকে টেনে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পাশে একটি মুঠোফোন পড়েছিল।
এসআই আরো জানান, ময়নাতদন্তের জন্য তরিকুলের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।