নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার এ অভিনন্দন জানিয়ে ট্রাম্প বরাবর চিঠি লিখেছেন শেখ হাসিনা।
চিঠিতে শেখ হাসিনা বলেন, তিনি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে।
শেখ হাসিনা নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশের সফর এবং এই দেশের উন্নয়ন স্বচক্ষে দেখার আমন্ত্রণ জানান।
৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৮৮টি গেছে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮টি।