নাসিরনগরের ঘটনা তদন্তে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ৩টি আলাদা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এছাড়া দেশের কোথাও যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা তদন্তে প্রধানমন্ত্রী কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আওয়ামী লীগ থেকে মোট ৩টি দল নাসিরনগরে পাঠানো হয়েছে। হামলাকারী কিংবা উসকানিদাতারা যে দলেরই হোক না কেন তারা কোনো ছাড় পাবেন না। আইনের আওতায় এনে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই এলাকার ভারপ্রাপ্তা কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর শুক্রবার ভোরে আবারো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।