বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রকাশিত সংবাদের প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সৌরভের অর্থের অভাবের চিকিৎসা হচ্ছে না। আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি হেলাল শেখকে প্রাণঢালা অভিনন্দন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে পুলিশ বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি ধামরাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে শোক সভা ও দোয়া  পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনা-তাপস-সেলিম : রাকিন আহমেদ এমপক্স নিয়ে শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা

চার্জে থাকা অবস্থায় গ্যালাক্সি এস৭ এজ বিস্ফোরিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭-এর কথা নিশ্চয়ই এখনো ভুলে যাননি ব্যবহারকারীরা। বাজারে ছাড়ার কিছুদিন পরেই ব্যাটারি সমস্যার কারণে ফোনটি বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনা ঘটে। আর সে কারণে ফোনটির উৎপাদন ও বিক্রি বন্ধ করে দিয়েছে স্যামসাং।

এবার স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের আরেকটি ফোন বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে। এ খবর জানিয়েছে ফোনবিষয়ক ওয়েবসাইট ফোন এরিনা ডটকম। সেই সঙ্গে বিস্ফোরিত ফোনটির ছবিও প্রকাশ করেছে তারা।

ফোন এরিনার প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাংয়ের চার্জার দিয়েই ফোনটি সারা রাত চার্জে দিয়ে রেখেছিলেন এর ব্যবহারকারী। চার্জে থাকা অবস্থাতেই ফোনটি বিস্ফোরিত হয়। এরই মধ্যে এই ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন ওই ব্যবহারকারী। তবে তাঁর নাম-পরিচয় বা অবস্থান জানা যায়নি।

এর আগে গ্যালাক্সি এস৭ মডেলের একটি ফোন বিস্ফোরিত হয়েছিল। গত মাসে যুক্তরাষ্ট্রের ওহিওর বাসিন্দা ড্যানিয়েল রামিরেজের পকেটে বিস্ফোরিত হয়েছিল তাঁর গ্যালাক্সি এস৭ ফোনটি। বিস্ফোরণের পর মারাত্মকভাবে দগ্ধ হন ড্যানিয়েল। অস্ত্রোপচারের মধ্য দিয়েও যেতে হয় তাঁকে। এ ঘটনায় স্যামসাংয়ের বিরুদ্ধে মামলাও করেন তিনি।

নোট৭ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিল স্যামসাং। আর তাই বারবার ব্যবহারকারীদের পপ-আপ মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছিল যে তাদের গ্যালাক্সি এস৭ সিরিজের ফোনগুলো নিরাপদ। কিন্তু এবার এস৭ সিরিজের ফোনগুলোও বিস্ফোরিত হচ্ছে।

তবে স্যামসাং বরাবরই ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে তাদের ফোনগুলোতে কোনো ঝুঁকি নেই। এমনকি আগামী বছর তারা গ্যালাক্সি নোট ৮ ও গ্যালাক্সি এস৮ নামের দুটি স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা দিয়েছে।

লিথিয়াম আয়ন ব্যাটারি যেসব স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে, সেগুলো বিস্ফোরণের খবর বেশি পাওয়া যাচ্ছে। অ্যাপলের আইফোন ৭ ফোনটিও বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে। অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451