বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আইটিতে আরো কয়েক হাজার কর্মসংস্থান হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ২৮২ বার পড়া হয়েছে

বাইরের কোনো দেশ বা দাতা সংস্থার উপর নির্ভরশীল না হয়ে নিজেদের মেধা মনন ও শ্রম দিয়েই যাতে দেশের উন্নতি করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার গণভবনে সিরাজগঞ্জের রায়গঞ্জ আইটি ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সজীব ওয়াজেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইনস্টিটিউটের উদ্বোধন করেন এবং ওই এলাকার প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, অল্পদিনের মধ্যেই আইটি সেক্টরে আরও কয়েক হাজার তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451