ঝিনাইদহ প্রতিনিধিঃ
জাতীয় সাতারুু দলের প্রতিনিধি হয়ে শ্রীলংকা গেলেন বাংলাদেশ সুইমিং
ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ঝিনাইদহের নাজিম উদ্দীন জুলিয়াস।
রোববার দুপুরে শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে শ্রীলংকা গমন
করেন। আগামী ১৮ থেকে ২৩ অক্টোবর শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিতব্য সাউথ
এশিয়ান একোয়াটিক চ্যাম্পিয়নশীপ সাঁতার প্রতিযোগিতায় অংশ
গ্রহনের জন্য বাংলাদেশের ১১ সদস্য বিশিস্ট সাঁতারু দলের প্রতিনিধিত্ব
করার সুযোগ পেয়েছেন তিনি।
বিদেশে দেশের মান উজ্জল করতে সাতারু প্রতিযোগীতায় দেশকে আরও
এগিয়ে নিতে সকলের দোয়া কামনা করেছেন তিনি। জুলিয়াস দীর্ঘদিন
ধরে অংকুর নাট্য একাডেমীর নেতৃত্ব দিচ্ছেন। খেলাধুলা ও সাংস্কৃতিক
অঙ্গনে তার ব্যাপক অবদান রয়েছে।