শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগরে বণ্যা আশ্রয়ণ কেন্দ্রের উদ্বোধন করা
হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিজিটাল পদ্ধতিতে শালনগর মডার্ণ
একাডেমি (মন্ডলবাগ)বণ্যা আশ্রয়ন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে
“দূর্যোগ ঝুঁকি কমাতে হলে,কৌশল সমূহ বলতে হবে”এই শ্লোগানকে
সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস
পালিত হয়েছে এবং বণ্যা আশ্রয়ণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে
র্যালি ও আলোচনা সভা ,পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩
অক্টোবর) সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা
ও পুর্নবাসন কমিটির আয়োজনে শালনগর মডার্ণ একাডেমি চত্বরে
আলোচনাসভা এবং শহরে র্যালি বের হয়। শালনগর মডার্ণ একাডেমির
পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রাজা মিয়া দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনাসভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ
সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুর রহমান,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প
কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিন,
শালনগর ইউপির চেয়ারম্যান মোঃ লাবু মিয়া, সাবেক চেয়ারম্যান কাজী
সুলতানুজ্জামান সেলিম, শ্রাবণ মিডিয়ার প্রধান নির্বাহী শিমুল
হাসান সাংবাদিক এস এম শরিফুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা
অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আবু দাউদ মোল্যার সার্বিক
প্রচেষ্টায় শালনগরে বণ্যা আশ্রয়ন কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন
শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।