ঝালকাঠি সংবাদদাতাঃ-এলজিএসপি প্রকল্পের পাবলিক টয়লেট
নির্মান কাজের অর্থ আত্মসাধের অভিযোগে দুদকের দায়ের করা
মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আব্দুল
হক এবং সংরক্ষির আসনের সদস্য দিপালী রানীকে জেল হাজতে
প্রেরন করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে
আত্মসর্মাপন করে জামিন চাইলে জেলা ও দায়েরা জজ রমনি রঞ্জন
চাকমা জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান
করেন। মামলা সুত্রে জানাগেছে, গত ২০১০-১১ অর্থ বছরের
এলজিএসপি প্রকল্পের ৫০ হাজার টাকা বরাদ্দের একটি পাবলিক
টয়লেট নির্মানে ১৩ হাজার ৪৬৭ টাকা আত্মসাধ করে ইউপি
চেয়ারম্যান একেএম আব্দুল হক ও সংরক্ষির আসনের সদস্য দিপালী
রানী। এই অভিযোগে গত ২০১৪ সালের ২০ আগষ্ট বরিশাল
দূর্নীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক মো. নাজিম উদ্দিন
বাদি হয়ে ইউপি চেয়ারম্যান একেএম আব্দুল হক ও সংরক্ষির আসনের
সদস্য দিপালী রানীর বিরুদ্ধে অর্থ আত্মসাধের অভিযোগে
নলছিটি থানায় মামলা করে।