এম.এ আয়াত উল্যা, স্টাপ রিপোটার নোয়াখালী : নোয়াখালী জেলার
তালিকাভুক্ত শীর্ষ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর নেতা ডা. জাকারিয়া
হাবীবকে (৩৫) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
রোববার (১২ জুন) দুপুর ১টার দিকে ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান
চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জঙ্গি নেতা জাকারিয়া
হাবীব সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তুলাতলি গ্রামের মৃত হাবীবুর
রহমানের ছেলে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ
চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে
হিজবুত তাহরীর জেলা শীর্ষ নেতা জাকারিয়া হাবীবের অবস্থান নিশ্চিত হয়ে
সেনবাগ থানা পুলিশ ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার
করে। তিনি জঙ্গি কাজে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে নোয়াখালী ও ঢাকার বনানী
থানায় মামলা রয়েছে।