গণতন্ত্র পুনরুদ্ধারে চীনের মনোভাব ইতিবাচক: চীন সফর শেষে মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
আপডেট সময়
সোমবার, ৩০ জুন, ২০২৫
৭
বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার বিষয়ে চীনের মনোভাব অত্যন্ত ইতিবাচক। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঁচদিনের সফরে চীন যায়।
সফর শেষে এ বিষয়ে বিস্তারিত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিনিধিদলে ছিলেন মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, আলমগীর পাভেল এবং এবিএম আবদুস সাত্তার। মির্জা ফখরুল জানান, সফরে এক চীন নীতির প্রতি বিএনপির দৃঢ় সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়, যেখানে চীন ইতিবাচক সাড়া দেয়। বিএনপি মনে করে, ভবিষ্যতে সরকারে গেলে তারা এ প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, চীন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং মিয়ানমার সরকারকে প্রত্যাবাসনে রাজি করাতে কাজ করছে। চীনের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করি। চীনও সেই আগ্রহ দেখিয়েছে। তাইওয়ানের সাময়িক ট্রেড সেন্টার স্থাপন বন্ধ করে দেওয়া হয় এটিই তার প্রমাণ। তিনি আরও জানান, চীনা কমিউনিস্ট পার্টি বিশ্বজুড়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করে আসছে। সেই ধারাবাহিকতায় এর আগেও বিএনপির নেতারা চীন সফর করেছেন। কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সফর বিনিময়, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।