এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সদর,
সূবর্ণচর, কবিরহাট, বেগমগঞ্জ ও সেনবাগ সহ ৫টি উপজেলার ১০
ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান
অতিথি জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস নবনির্বাচিত ওই ১০ জন
চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এসময় শপথ গ্রহন করেন, সদর উপজেলা
দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, এওজবালিয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস জাহের, অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, কাদির হানিফ ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আবদুর রহিম, বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান সালা উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন,
সূবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম,
কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উল্যাহ
বি কম, সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
সাখাওয়াত হোসেন ও ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর
রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক অনুপম
বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। আরো উপস্থিত ছিলেন, স্ব স্ব
উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ (ইউএনও)। পরে অতিথিবৃন্দ
নবনির্বাচিত চেয়ারম্যাদের ফুলেল শভেচ্ছা জানান।