এরপর ভারতে ফিরেই তিনি সরাসরি বলে দিলেন কেউ যেন তাঁকে রাখি নামে না ডাকে।
এরপর ভারতে ফিরেই তিনি সরাসরি বলে দিলেন কেউ যেন তাঁকে রাখি নামে না ডাকে।
বুধবার রাখি সাওয়ান্ত ও তার প্রাক্তন স্বামী আদিল খানের সঙ্গে ঝামেলার নতুন মোড় নিয়েছে।রাখির বিরুদ্ধে ডাকা এক সংবাদ সম্মেলনে স্পষ্ট হয় যে তনুশ্রী রাখির পক্ষ নিয়েছেন।
তনুশ্রী মি টু আন্দোলনের উদাহরণও তুলে ধরেন এবং বলেছিলেন যে সেই সময় রাখি তার ভাবমূর্তি নষ্ট করেছিলেন। তনুশ্রী অভিনেত্রী রাখিকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করেছেন।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তনুশ্রী বলেন, রাখির কারণে দুই যুবক আত্মহত্যা করেছে। তাদের পরিবারের সদস্যরা রাখির বিরুদ্ধে লড়তে পারেনি। রাখির বিরুদ্ধে মামলাও হয়েছিল, অভিযোগ আনা হয়েছিল আত্মহত্যা প্ররোচনার।
সূত্র-বলিউড লাইফ