বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

দামুড়হুদার কুড়ুলগাছি ও বুইচিতলা মাদ্রাসায় জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ২০৪ বার পড়া হয়েছে

 

 

 

 

 
সালেকিন মিয়া সাগরঃ ‘‘জঙ্গিবাদ নয়,শংকামুক্ত জীবন চাই’’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের ন্যায় দামুড়হুদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে  শনিবার ১১:৩০মি.  বুইচিতলা বড়বলদিয়া দাখিল মাদ্রাসা হলরুমে আয়োজিত সমাবেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে ‘না’ বলেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা। অত্র মাদ্রাসার সভাপতি আঃলীগ নেতা মাষ্টার নুরুল হুদার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদনা বিওপির কোম্পানি কমান্ডার মোঃ ইউনুছ আলী। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বুইচিতলা ৫নং ওয়ার্ড আঃলীগের সভাপতি মোঃ মকসেদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা যুবলীগের সদস্য মোঃ শরিফুল ইসলাম রাঙ্গা, যুবলীগ সদস্য আশাদুল হক , পিয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক । এসময় সমাবেশে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনায় সহযোগিতা করেন অত্র মাদ্রাসার সুপার আবু তালাহ,সহসুপার আয়ুব আলী, শিক্ষক আবু বক্কর সিদ্দিক,শহিদুল ইসলাম, ঈস্রাফিল হোসেন, অফিস সহকারী খোরশেদ আলামসহ মাদ্রাসার সকল ছাত্রছত্রী ও কর্মচারীবৃন্দ। এইসময় বক্তারা সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোর প্রচেষ্টায় দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে থিক তখনি দেশের একটি  মহল নানাভাবে দেশের উন্নয়ঙ্কে বাধাগ্রস্ত করতে চাইছে। স্বাধীন বাংলাই জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের কোন ঠাই নাই, এদের বাংলার মাটিতেই নিপাত করতে হবে। ধর্মের নামে যারা মানূষ খুন করে,সমাজে অরাজকতা সৃষ্টি করে আর যাই হোক তারা ইসলাম প্রতিষ্টা করতে পারে না। এরা ধর্মের নামে মানুষকে ভুল বুঝিয়ে সমাজে অরাজকতা সৃষ্টি করে।
এদিকে শনিবার সকাল ১০টার দিকে কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় আয়োজিত একই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়ুলগাছি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শাহ মোঃ এনামুল করিম ইনু। মাদ্রাসার সুপার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুর রহমান, আবু বক্কর সিদ্দিক,মোঃশাহজাহান আলী, মোঃ নওশাদ আলী সহ আরো অনেকে।বক্তারা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহব্বান জানান। সেই সাথে সকল শ্রেণীপেশার মানুষকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতেও আহব্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451