নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা ৩৭মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের শহর গিসবোর্নে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১। ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্ট ওই তথ্য জানায়।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ওই ভূমিকম্পের ফলে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।