অাফিফ পেয়ার, চবি থেকে :-
একাত্তরের যুদ্ধাপরাধী মীর কাশেমের ফাঁসির সাজা বহাল রাখার দাবিতে জামাত শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বিশ্ববিদ্যালয় ষ্টেশন চত্বর থেকে অাজ দুপুর ১ টায় চবি ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কুখ্যাত রাজাকার আলবদর মীর কাসেমের ফাঁসির সাজা অতি দ্রুত কার্যকর করার দাবি জানান।
এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মনছুর আলাম, আনোয়ারুল আলাম চৌধুরী রকি, রাশেদ হোসাইন, মোঃ রাকিব উদ্দিন,সৌমেন দাশ জুয়েল, মোঃ জমির উদ্দিন, সৌমেন পালিত বাবু, মোঃ নূর হোসাইন, সাখাওয়াত হোসেন রায়হান, লুথফুর রহমান রাজীব,নাসির উদ্দিন সুমন, রেজাউল হক রুবেল, আব্দুল মালেক, যুগ্ম-সাধারন সম্পাদক আবু তোরাব পরশ, বায়েজিদ মিয়া সজল, তারেকুল ইসলাম, মিজানুর রহমান মিনু, শেখ রাশেদুজ্জামান শুভ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, জাহাঙ্গির আলম, মোঃ আরমান, মিনহাজুল ইসলাম, ইমামুল হক রাসেল, মোঃ ফারুক সহ প্রমুখ।