মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কক্সবাজারে টেকনাফে ‘১০টি অস্ত্রসহ দুই রোহিঙ্গা’ আটক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০টি অস্ত্রসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমরখাল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গতকাল সোমবার রাতে তাঁদের আটক করা হয়।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন জাদিমুরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ হোসেন (৫৫) ও মুছনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বদি আলম (২০)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া ওমরখাল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি বস্তাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে বস্তা দুটি তল্লাশি করে নয়টি এসবিবিএল ও একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুজন জানান, পাশের রোহিঙ্গা ক্যাম্পে একটি ডাকাত দলের কাছে এসব অস্ত্র নিয়ে যাচ্ছিলেন তাঁরা। দীর্ঘদিন ধরে তাঁরা অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলেও স্বীকার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাবের অভিযান চলাকালে আটক রোহিঙ্গাদের বেশ কয়েকজন সহযোগী পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451