মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কাতারের সঙ্গে নিষেধাজ্ঞা তুলে সীমান্ত খুলছে সৌদি আরব

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ১৭৯ বার পড়া হয়েছে

কাতারের সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। কাতারের ওপর সৌদি আরব ও তার মিত্রদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘কুয়েতের আমির শেখ নাওয়াফের প্রস্তাবে একমত হয়ে সৌদি আরব কাতারের সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে।’ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এর আগে কাতারের আমির ও সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সঙ্গে কথা বলেছেন কুয়েতের আমির।

আলজাজিরা জানিয়েছে, ২০১৭ সালের জুনে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ, ইরানের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ আনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। এরপরই দেশগুলো কাতারের সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত বন্ধ করে দেয়।

তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451