জাহিদ হাসান,সরিষাবাড়ি , জামালপুর থেকে: জামালপুরের আন্তঃজেলা মাদক সম্রাট হেলাল উদ্দিন ওরফে হেলালকে (৩৮) মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ ৷
জেলার সরিষাবাড়ী পৌর এলাকার এআরএ জুট মিল গেটের সামনে নিজ দোকান থেকে এসআই মতিউর রহমান ও এএসআই ঈমান আলীর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকেr গ্রেফতার করে ৷ তবে তার কাছ থেকে কী পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে তা তাৎক্ষনিক জানা যায় নি৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল৷ গ্রেফতারকৃত হেলাল তাড়িয়াপাড়া গ্রামের অলি শেখের ছেলে বলে জানা গেছে৷
থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, গ্রেফতারকৃতকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ মাদকদ্রব্য সংক্রান্ত কোন তথ্য পাওয়া গেলে আরো অভিযান চালানো হবে৷ তার বিরুদ্ধে যথাযথ মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হবে