গোলাম সারোয়ার নওগাঁ প্রতনিধি:ি নওগাঁর সাপাহারে গোপন সংবাদের
ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি বোয়াল মাছের পোনা জব্দ
করেছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার সকালে উপজেলার
হাপানিয়া নদীর ঘাট থেকে এ মাছের পোনা জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য অফিসার
মনিরুজ্জামান।
উপজেলা মৎস্য অফিসার শাম্মী শিরীন জানান, সকালেই
জব্দকৃত বোয়াল মাছের পোনাগুলো উপজেলার সহদলপাড়া
হাফেজিয়া মাদরাসার এতিম খানায় দেওয়া হয়। এ সময়
সেখানে উপজেলা দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।