মাহমুদুল হাসান(সৈকত),থানা প্রতিনিধি, নাটোর:
নাটোরের লালপুরের ধুপইলে সোস্যাল ইসলামী ব্যাংকের অর্থায়নে সামাজিক দ্বায়বদ্ধতার আওতায় নব-নির্মিত বায়তুস সালাম মসজিদের শুভ উদ্বাধন করেন রাংলাদেশ ব্যংকের ডেপুর্টি গর্ভণর এস .কে সুর চৌধুরী । ধুপইল বায়তুস সালম মসজিদের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সোস্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যাবস্থাপক এ.এম.এম ফরহাদ,সোস্যাল ইসলামী ব্যাংকের সিনিয়র এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, সিনিয়র এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস.আই.বি.এল মোহাম্মাদ আকবর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডর নাটোর জেলা কমান্ডার আব্দুর রউফ সরকার , ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান(মাষ্টার),সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সরকারপ্রমুখ ।