মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি।
সনাতন ধম্বালম্বীদের পরমপুরুষ ভগবান শ্রী কৃষ্ণের জন্ম দিন উপলক্ষে নওগাঁর
আত্রাইয়ে জন্মষ্টমীর র্যযালি, মঙ্গল শোভাযাত্রার ও আলোচনার মধ্যদিয়ে উদযাপন
করা হয়েছে।
বৃহস্পতিবার সকল ১১টায় উপজেলার পাঁচুপুর কালীমাতা মন্দির থেকে এক মঙ্গল
শোভাযাত্র বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আত্রাই পাইলট
বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়।
পুজা উদযাপন পরিষদ সভাপতি মধুসুদন প্রামানিকের সভাপতিত্বে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন, সাধারন
সম্পাদক বরুন কুমার সরকার, তপন কুমার সরকার, প্রানবন্ধু পাল, পরিমল চন্দ্র
প্রামানিক প্রমুখ।
অপর দিকে হিন্দু বৌদ্ধ খিষ্টান ও আদিবাসী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত
এক বিশাল ্র্যালী সাহেবগঞ্জ দুর্গা মাতা মন্দির থেকে এক মঙ্গল শোভাযাত্র
বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মন্দিরে এসে শেষ
হয়। ্র্যালীতে নেতৃত্ব দেন হিন্দু বৌদ্ধ খিষ্টান পরিষদের সভাপতি নৃপেন্দ্র
নাথ দত্ত, এসময আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা
ওমর ফারুক সুমন, সম্পাদক স্বপন কুমার দত্ত প্রমুখ।
সভায় বক্তরা বলেন, প্রত্যেক ধর্মের বাণী মানুষের কল্যানে জন্য। ভগবান শ্রী
কৃষ্ণের আর্দশে আর্দশি হয়ে দেশ ও মানুষের কল্যানে কাজ করা আহবান
জানান।
মোঃ সনাতন ধম্বালম্বীদের পরমপুরুষ ভগবান শ্রী কৃষ্ণের জন্ম দিন উপলক্ষে
নওগাঁর আত্রাইয়ে জন্মষ্টমীর র্যযালি, মঙ্গল শোভাযাত্রার ও আলোচনার মধ্যদিয়ে
উদযাপন করা হয়েছে।রুহুল আমীন