মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের কোন শরিক দলের অস্তিত্ব নেই কুড়িগ্রামে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৩১৮ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের কোন শরিক দলের তেমন অস্তিত্ব নেই
সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে । তাই এখানে এককভাবে নির্বাচনী
প্রস্তুতি নিচ্ছে বিএনপি । সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে
গনসংযোগে ব্যস্ত রয়েছেন । তবে গ্রেফতার আতংক থাকায় প্রচারনা
ততটা সরব নয় । প্রচারনায় সবচেয়ে বেশী তৎপরতা উলিপুরে । সেখানে
নিয়মিত সভা ও উঠান বৈঠক হচ্ছে । স্ধসঢ়;হানীয় নেতাদেও সঙ্গে কথা বলে
জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দ্যেগে কোথাও প্রকাশ্যে
কোথাও গোপনে দলের প্রস্তুতিমুলক কর্মকান্ড কেক্রিয় নির্দেশনা
অনুযায়ী ভোট কেন্রভিক্তিক বেশকিছু কমিটিও করা হয়েছে। তবে
হামলা মামলার ভয়ে কমিটির সদস্যও নাম আপাতত গোপন রাখা হয়েছে ।
জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম জানান,কুড়িগ্রামে
রাজনৈতিকভাবে আওয়ামীলীগের সাথে বিএনপির তেমন কোন বৈরিতা
নেই । এখানে রাজনৈতিক পরিস্ধিসঢ়;হতি বরাবরই শান্ত ।তারপরও বিএনপির
নেতাকর্মীরা আছে গায়েবী মামলার আতংকে । জেলা বিএনপির সাধারন
সম্পাদক সাইফুর রহমান রানার বিরুদ্ধে এ ধরনের একটি মামলা করেছেন
আওয়ামীলীগের এক নেতা । দলীয় সুএে দাবী করা হয়েছে, রৌমারী
উপজেলা যুবদলের সভাপতি সহ ৬ নেতাকর্মী ও কাঠালবাড়ী ইউনিয়ন
যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । জেলা বিএনপির সভাপতি
তাসভিরুল ইসলাম বলেন, আমাকে সহ সম্ভাব্য প্রার্থীদেও অনেককে
কেšএ থেকে গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছে । ওয়ার্ড পর্যায়ে দলকে
সক্রিয় করা হয়েছে এবং নির্বাচনে দলের অংশ গ্রহনের ঘোষনা এলে যেন
স্বল্প সময়ে নির্বাচনের মাঠে নামা যায় । তিনি দাবী করেন
কুড়িগ্রামের ৪ টি আসনেই এবার বিএনপির অবস্ধসঢ়;হান যথেষ্ট সু-
সংগঠিত । সাইফুর রহমান রানা কুড়িগ্রামÑ১ ও তাসভিরুল ইসলাম
কুড়িগ্রামÑ৩ আসনে একক প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন ।
কুড়িগ্রামÑ২ আসনে দলের সিনিয়র যুগ্ন- মহাসচিব রুহুল কবীর
রিজভী নির্বাচন না করলে সোহেল হোসনাইন কায়কোবাদের নাম
আলোচনায় রয়েছে । এই আসনে আজিজুর রহমান, মোখলেছুর রহমান
সহ বেশ কয়েকজন প্রার্থী জনসংযোগ করছেন । এদিকে নবগঠিত
ঐক্যফ্রন্টের শরীক দলগুলোর মধ্যে কুড়িগ্রামে বিএনপি বাদে ড.কামাল
হোসেনের গনফোরাম ছাড়া অন্যদেও অস্তিত্ব নেই । গনফোরামের অস্তিত্ব
অনেকটা কাগজকলমে। গনফোরামের জেলা কমিটি গঠনের অনেক বছর
হলেও কাউন্সিল হয়নি । বর্তমানে কমিটির সভাপতি নিসক্রিয় । আর
সাধারন সম্পাদক সায়ফুল আলম দুলাল জানান,কেনএ থেকে এব্যাপারে
নির্দেশনা এলে বিএনপির সঙ্গে যোগাযোগ করবেন তারা । এখানে
শিগগিরই ঐক্যফ্রন্টের সভা হবে বলে জানান তিনি । তিনি দাবী করেন

নিষক্রিয় নেতাকর্মী তার সঙ্গে যোগাযোগ করছে । জেলা বিএনপির
যুগ্ন সাধারন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ জানান,
ঐক্যফ্রন্টের ব্যাপারে কোন নির্দেশনা না থাকায় তারাও কারও সঙ্গে
যোগাযোগ করেননি ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451