মোঃ আশিকুর রহমান(টুটুল),লালপুর প্রতিনিধি,
মঙ্গলবার সকালে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া
বাজারের আদুরে পদ্মা নদীতে খেয়া নৌকা ডুবে অন্তত:
১০জন যাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজদের মধ্যে মহরকয়া
গ্রামের মৃত মহম্মদ তালুকদারের পুত্র ভাষান আলী (৩২), মৃত
মসলেম উদ্দিনের পুত্র আরজেদ আলী (৪৩), কমপো মন্ডলের পুত্র
বেলাল হোসেন (৪৫), নাসিম উদ্দিনের পুত্র জামরুল ইসলাম
(২৫) ও চকবাদকয়া গ্রামের মৃত রহমান আলীর পুত্র চান্দের
আলী (৫০), মৃত লাল চাঁদ মন্ডলের পুত্র জামাল উদ্দিন (৪৮),
আছান আলীর (৩৮) পরিচয় পাওয়া গেছে। খবর পেয়ে লালপুর ও
রাজশাহীর দমকল বাহিনীর কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে
নিখোঁজ ব্যাক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষ দর্শীরা জানান, সকাল ৭টার দিকে ৭০/৮০ জন যাত্রী
বহনের ক্ষমতা সম্পন্ন খেয়া নৌকায় করে শতাধিক লোক
পদ্মার চরের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। বিলমাড়িয়া
বাজারের ঘাট থেকে নৌকাটি ছেড়ে মাঝ নদীতে গিয়ে
ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরিয়ে তীরে উঠলেও অন্তত:
১০ জনের কোন সন্ধান মেলেনি। খবর পেয়ে নিখোঁজদের
স্বজনরা নদীর ঘাটে এসে আহাজারি করছেন। পরে বেলাল
নামের এক জনের মৃত দেহ উদ্ধার করেছে
(বেলা ২.৩০ মিনিট) নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব
হয়নি বলে লালপুর দমকলবাহিনী সূত্রে জানা গেছে। পরে
বেলাল নামের এক জনের মৃত দেহ উদ্ধার করেছে লালপুর উপজেলা
সহকারি কমিশনার (ভূমি) শফিকুর আলম, নাটোরের
বড়াইগ্রাম সার্কেরের এএসপি শফিকুল ইসলাম ঘটনাস্থল
পরিদর্শন করেন।