রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দিকভ্রান্ত পথিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৪৩৯ বার পড়া হয়েছে

দিকভ্রান্ত পথিক

কাজী জুবেরী মোস্তাক
বেগানা পথের ভীরে দিকভ্রান্ত পথিক আমি
সতিনের মতো দু’পায়ে জেঁকে বসেছে ক্লান্তি ,
তবু আমি খুঁজে চলেছি এক লোকমা শান্তি ৷
স্মৃতির খাতার পুরোনো হিসেব মেলাতে বসি
শূন্যতা সেও আজ এ হৃদয়ে যেনো বানভাসী ,
ওগো প্রেয়সী তবুও তোমাকেই খুঁজে চলেছি ৷
বিষাদ ভর করেছে জীবনের প্রতিটি পাতায়
স্বপ্নগুলো পথ হারিয়ে শূন্যতায় মিলিয়ে যায় ,
আর আমি ফুড়িয়ে যাই জীবনের বাস্তবতায় ৷
মাঝে মাঝে বহুদূরে হারিয়ে যেতে ইচ্ছে করে
এই স্বার্থপর সমাজ-সংসারের বন্ধনটা ছিঁড়ে ,
তবুও আঁটকে আছি অক্ষমতাকে পূজি করে ৷
সময়ের ক্ষত হয়েই পরে আছি পথের মোড়ে
সব চাওয়া-পাওয়াগুলোকে ফ্রেমবন্দি করে ,
ফিরে যাবার সেই মরনতরীর অপেক্ষা করে ৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451