কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি ভাগিনার হাত ধরে উধাও হয়ে গেছেন মামি নার্গিস খাতুন। মামা বিদেশে থাকার সুবাদে মামির সঙ্গে ভাগিনার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির পুকুরপাড়ার
প্রবাসী শাহাবদ্দিন মিয়ার সাথে ২০ বছর আগে নার্গিস খাতুনের ধুমধাম করে বিয়ে হয়। তাদের দীর্ঘ সংসার জিবনে ১৭ বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু সুখের সংসারে বিষ ঢালে ভাগিনা উজ্জল। কুড়ুলগাছি নানার বাড়ি হওয়ায় ও মামা শাহাবদ্দিন প্রবাসে থাকার সুবাদে প্রায় যাতায়াত করত ও সুন্দরি মামির মধু লুটত ভাগিনা উজ্জল। মো:উজ্জল হোসেন একই উপজেলার কার্পাসডাংগার (পিতার নাম)পুত্র।মামা শাহাবদ্দিন প্রবাসে থাকার সুবাদে মামী নার্গিসের সাথে
অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নার্গিসের স্বামী শাহাবদ্দিন প্রবাস থেকে ফিরে জানতে পারলে সংসারে অনেক অশান্তি সৃষ্টি হয়। পরবর্তীতে ১৫ আগষ্ট সোমবার বিকাল ৫ দিকে উজ্জল তার মামি নার্গিস খাতুনকে নিয়ে প্রেমের টানে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছে। শেয খবর পাওয়া পর্যন্ত প্রেমিকজুটির কোন সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।