সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘তিন সিটিতে ২০ দল একক পার্থী পক্ষে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৩৯০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ঃ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘তিন সিটিতে একক প্রার্থীর পক্ষে কাজ করতে ২০ দল সম্মত হয়েছে। একক প্রার্থীর পক্ষে জোটের প্রতিটি নেতাকর্মী সমন্বিতভাবে কাজ করবে।’

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিন সিটিতে ২০ দল একক প্রার্থীর পক্ষে কাজ করবে। এখানে আলাদা কোনো প্রার্থী থাকবে না।’ তিনি আরো বলেন, ‘এটা নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো টানাপড়েন কাজ করবে না।’

নজরুল ইসলাম জানান, বৈঠকে জোটের নেতারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দৃঢ় অবস্থানের সঙ্গে একমত হয়েছে। খালেদা জিয়ার মুক্তি দাবি করে তাঁর সুচিকিৎসার দাবি জানিয়েছেন জোটের নেতারা। এ ছাড়া খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার যে ছলচাতুরি করছে তার প্রতিবাদ জানিয়েছে ২০ দলীয় জোট।

এ ছাড়া গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে ২০ দল সেটি বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান। নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিও জানান নেতারা।

নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের তামাশা ও আন্দোলনকারীদের ওপর হামলা, গ্রেপ্তার, ও গুম করার প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া জোটের পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলন ও এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানানো হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিশ্বকে আরো সক্রিয়ভাবে ভূমিকা পালন ও মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের দাবি জানিয়েছেন নেতারা।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ২০ দলীয় জোটের সভায় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, মহাসচিব এম এম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মজরিশের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, ডিএলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, (অপরাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিএমএলের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, পিপলস লীগ মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, ইসলামিক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451