মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর প্রতিনিধি,
বুধবার চোলাইমদ ও হেরোইন সেবনের অপরাধে লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের মাহাবুব শেখকে (২৭) ৮ মাসের কারাদন্ড দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শফিকুর আলমে এর ভ্রাম্যমাণ আদালত।
মাহাবুব শেখ উত্তর লালপুর গ্রামের কামাল শেখের পুত্র।