সোহেল রানা,(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলিতে
চারমাথা মোড়ে আজ বুধবার(১৭ আগষ্ট) সকাল ১১টায় প্রাইভেট স্কুল গুলোর
উদ্দ্যেগে সন্ত্রাস ও জঙ্গীবিরোধী এক র্যালী ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।এতে
অংশগ্রহন করা স্কুল গুলো হলো,ডলি-প্রি মড়েল স্কুল,হিলি পাবলিক
স্কুল,বাংলাহিলি ক্যাডেট স্কুল,সেবা কিন্ডার গার্টেন স্কুলসহ আরো অন্যানো
প্রাইভেট স্কুল এতে অংশগ্রহন করে।এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য
রাখেন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা
আওয়ামীলিগের সাংগাঠনিক সম্পাদক প্রতাপ মল্লিক,উপজেলা সাবেক ভাইস
চেয়াম্যান শাহিনুর রেজা শাহিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন
মন্ডল,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহাবুব,প্রতিটি স্কুলের
শিক্ষকগন এসময় উপস্থিত ছিলেন।