যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর শার্শা থানা পুলিশ অভিযানে নাভারন বাজার তুলি সিনেমা হল সামনে থেকে ১০৫ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আব্দুল আজিজ কে আটক করেছে,তার নামে মাদক আইনে মামলা করা হয়েছে মামলা নং ০২, আজিজকে আটকে আড়াই ঘন্টা মধ্য কোটে চালান দেওয়া হয়।
আব্দুল আজিজ দক্ষিণ বুরুজ বাগান গ্রামে শেফাতউল্ল্যাহ ছেলে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম এর দুলাভাই হওয়া আজিজকে আটকে পর পুলিশ গোপনীয় তা রক্ষা করে দ্রুত কোর্ট হেফাজতে প্রেরণ করে পুলিশ।
১ই জুলাই রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় নাভারন তুলি সিনেমা হল এর সামনে থেকে তাকে আটক করে।
শার্শা থানা ওসি এম মশিউর রহমান আজিজ আটকের সত্যতা স্বীকার করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজিজ তুলি সিনেমা সামনে ইয়াবা বেচাকেনা করছে,এমন সংবাদের সেখানে অভিযান চালিয়ে আজিজকে ১০৫ পিচ ইয়াবাসহ হাতে নাতে তাকে আটক করে। গতকাল তার নামে মাদক আইনে মামলা করে যশোর কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়েছে।