সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তাহমিন ঈদের রাতে চেষ্টা করেও বাঁচতে পারেনি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ৪৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

সিলেট নগরীর শিবগঞ্জে মশিউর রহমান তাহমিন (১৬) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ঈদের রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মশিউর রহমান তাহমিন এ বছর নগরীর স্কলার্সহোম স্কুল থেকে এসএসসি পাস করেছে। সে শিবগঞ্জ সোনারপাড়ার মুজিবুর রহমানের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।
হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত তাহমিনের এক বন্ধুকে (১৭) হেফাজতে নিয়েছে শাহপরান থানা পুলিশ।

 

পরিবারের বরাত দিয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, শনিবার সন্ধ্যায় কয়েকজন বন্ধু তাহমিনকে বাসা থেকে ডেকে নেয়। রাত ১০টার দিকে শিবগঞ্জ এলাকায় মিতালী ফার্মেসির উল্টো দিকের গলির ভেতরে কয়েকজন মিলে তাহমিনের গলা ও গালে
ছুরিকাঘাত করে। এ সময় তাহমিন দৌড়ে মিতালী ফার্মেসির সামনে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটক করতে চেষ্টা চলছে বলে জানান ওসি আখতার।
এদিকে, ঘটনাস্থলে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি টিভি) ফুটেজে দেখা যায়, কয়েকজন ছেলে দৌড়ে পালাচ্ছে। ঘটনা রাস্তার ওপারে হওয়ায় দৃশ্যটি সিসি টিভিতে আসেনি। তবে রাস্তার বিপরীত দিকে কিছু একটা ঘটছে, তা উপস্থিত মানুষের ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে।

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় এখানে পড়েছিল তাহমিনের মরদেহ।

সিসি টিভির ফুটেজে গলায় ক্ষত নিয়ে তাহমিনের বাঁচার প্রচেষ্টার পাশাপাশি হামলাকারীদের পালিয়ে যাওয়ার দৃশ্যও ধরা পড়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের গ্রেপ্তারের কাজ শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451