মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর প্রতিনিধি,
বড়াইগ্রামের ভবানীপুর গ্রামের গৃহীনী আঙ্গুড়া(৪৫)কে কুলিন সাপে কামরানোর পরে ঘন্টা ধরে ঝাড়া ফুঁ ও পানি ঢেলে বিষ নামানোর ঘটনা ঘটেছে । ¯’ানীয় সূত্রে, আজ রোবিবার দুুপুর ১২.০০ঘটিকায় বড়াইগ্রাম উপজেলার ভবানিপুর গ্রামের ওয়াজ আলীর স্ত্রী আঙ্গুড়া (৪৫)কে কুলিন সাপে কামর দিলে ততখানিক ওয়ালিয়ার ¯’ানীয় কবিরাজ ও সাপুড়ে ছদের আলীর চেম্বারে নিয়ে আসলে এক ঘন্টা যাবদ ঝাড়াফূঁ ও সাত জন যুবতি মেয়ে এক নিস্বাশে পুকুর থেকে সাত কলস পানি এনে আঙ্গুড়া বেগমের শরীরে ঢেলে সাপের বিষমুক্ত করা হয় । এঘটনা দেখার জন্য আশেপাশের উৎসুক জনতা ভীর জমায় ।