সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘ এবারের বাজেট দ্বারা সকল শ্রেণির মানুষ উপকৃত হবে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৪৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যে জ্বালাও পোড়াও রাজনীতি করেছিল তা যে ভুল ছিল তারা তা উপলব্ধি করেছে। সেজন্য এখন আর জ্বালাও পোড়াও এর দিকে যায় না। কিন্তু আবার যে কোনো সময় তারা মাথা চাড়া দিতে পারে, আবার যে কোনো সময় গোলোযোগ সৃষ্টি করতে পারে। বিএনপির সামনের নির্বাচনে অংশ গ্রহণ করা ছাড়া বিকল্প কিছু নাই। নির্বাচনে অংশ গ্রহণ না করলে এ দলের অস্থিত্ব থাকবে না।

আজ শনিবার সকালে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন পরিষদে দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী (চাল) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বাজেট নিয়ে বলেন, এবারের বাজেট একটা চমৎকার বাজেট হয়েছে। জনবান্ধব বাজেট হয়েছে। সকল শ্রেণির মানুষ এ বাজেট দ্বারা উপকৃত হবে। যেভাবে আমরা ভ্যাট বা করের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এটা যুগান্তকারী। দারিদ্র বিমোচনের জন্য আমরা এ বাজেট করেছি। যেথানে বিএনপির শাসন আমলে দরিদ্রের সংখ্যা ছিলো ৪৬ শতাংশ, সেটা এখন আমাদের সময় ২২ শতাংশ। হতদরিদ্রের সংখ্যা বারো শতাংশ। বিএনপির সময় দারিদ্রের সংখ্যা বেড়েছে আর আমাদের সময় দারিদ্রের সংখ্যা কমেছে।

বিএনপি নেতা মওদুদ আহমেদের বাজেট নিয়ে কথার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, তিনি বিরোধীদলের যে গতানুগতিক কথা গরিবের কোনো উপকার এ বাজেটে হবে না সে কথাই বলেছেন।

মন্ত্রী বলেন, এ বাজেট গরীবেরই উপকারসহ সকল শ্রেণির মানুষের উপকার হবে। আমাদের বিনিয়োগ বাড়বে, রপ্তানি বাড়বে, যোগাযোগ ব্যবস্থার অভূতোপূর্ব উন্নয়ন হবে, স্ব্যাস্থ খাতের উন্নয়ন হবে।

বিদ্যুৎ উৎপাদনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এ ডিসেম্বরের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং একুশ সালের মধ্যে চব্বিশ হাজার মেগাওয়াট উৎপাদন করবো। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন তিন হাজার মেঘাওয়াট বিদ্যুৎ ছিলো। এদেশের শতভাগ মানুষকে আমরা এ বছর ডিসেম্বরের মধ্যে বিদ্যুতের সুবিধা দেওয়া হবে। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বাজেটের মাধ্যমে গ্রাম এখন শহর হবে, এদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন হবে।

তিনি আরো বলেন, এ বাজেট হয়েছে যুগান্তকারী, এ বাজেট হয়েছে চমৎকার। এ বাজেটের মধ্য দিয়ে সপ্তম পঞ্চবার্ষিকী বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রুপান্তর করবো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মোমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ইউনুছ মিয়াসহ ও সরকারি কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451