মিষ্টার আলী মিলন,বগুড়া জেলা পতিনিধিঃ বগুড়ার শরপুর উপজলায় ডাকাতির প্র¯’তিকাল আঃজলা ডাকাতদলর পাঁচ সদস্যকে গফতার করছ পুলিশ। এসময় তাদর শরীর তলাশি কর ৬০পিস ইয়াবা টাবলটসহ বশ কয়কটি ধারালা অস্ত্র হাসুয়া-রামদা ও চাকু উার করা হয়। এ ঘটনায় শুক্রবার বিকেল শরপুর থানায় পথক দুইটি মামলা করা হয়ছ। গেফতারকতরা হলন- উপজলার ভবানীপুর ইউনিয়নর ছানকা মধপাড়া গামর শহিদুল ইসলামর ছল আুস সালাম শিপন (২৮), রায়গ উপজলার চাদাইকানা শিকদারপাড়া গামর ছাবদুল ইসলামর ছল পারভজ (২২), মাদারীপুর জলার শিবচর উপজলার বাচমারী গামর আুর রাাকর ছল রিজু মাতবর (৩৫), ফরিদপুর জলার নগরকাদা উপজলার কাইচাইল মধপাড়া গামর মাহবুব মিয়ার ছল হাবিব (২৩) ও পাবনার চাটমাহর উপজলার নবীনপুর গামর আবুল হাসনর ছল শহিদুল ইসলাম (৩৮)। শেরপুর থানার ডভিড হিমাদী বমা এই তথ নিতি কর জানান, গত শুক্রবার ভোররাত গেফতারকতরা উপজলার ঢাকা-বড়া মহাসড়কর ঘাগা বীজ এলাকায় মহাসড়ক চলাচলকারী বিভিন যানবাহন ডাকাতির প্র¯’তি নিছিল। গাপন এমন সংবাদ পয় সখান অভিযান চালানা হয়। এসময় ধারালা অস্ত্র ও ইয়াবা ট্যাবলটসহ তাদর হাতনাত গফতার করা হয়। উ ঘটনায় থানায় পথক দুইটি মামলা করা হয়ছ। গফতারকতদর গতকাল বিকল ৫টায় আদালতর মাধ্যমে জল হাজত পাঠানা হয়ছ বল এই পুলিশ কমকতা জানান।