বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের গুণগত মান নিশ্চিত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০১৬’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিল্পমন্ত্রী বলেন, অ্যাক্রেডিটেশন বাংলাদেশের জন্য অপেক্ষাকৃত নতুন ধারণা। অ্যাক্রেডিটেশন হচ্ছে, তৃতীয় পক্ষের মাধ্যমে গুণগত মানসনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার একটা বিশ্ব স্বীকৃত পন্থা। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে পণ্যের গুণগত মান নিশ্চিতের বিকল্প নেই। এ কারণে অ্যাক্রেডিটেশনের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, বিশ্ব বাণিজ্যে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে শুধুমাত্র অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের যোগ্যতা অর্জন যথেষ্ট নয়, এর পাশাপাশি ইস্যুকৃত মানসনদের বিষয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আস্থা ধরে রাখা প্রয়োজন। সে লক্ষ্যে সরকারি-বেসরকারি উদ্যোগে অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি স্থাপন, মানসনদ প্রদানকারী গবেষণাগারের গুণগতমানের বিষয়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। বাংলাদেশের অর্থনীতি অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, আগামীতে চামড়া খাত তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যেতে পারে। অনুষ্ঠানে কিউটেক্স সলিউশন লিমিটেডসহ ৫টি প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ দেয়া হয়েছে। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হোসেন খালেদ।