মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী পাস ও অনার্স
কলেজকে জাতীয়করণের দাবীতে বিক্ষোভ মঙ্গলবার মিছিল, মানববন্ধন,
সড়ক অবরোধ ও সমাবেশ করেছে কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-
ছাত্রী, গভর্ণিং বডির সদস্য ও অভিভাবকবৃন্দ । মিছিল শেষে তারা
উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী
বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে গোপালপুর রেল গেট হয়ে
উপজেলা কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে। গোপালপুর বাজার
টেম্পুস্ট্যান্ডে সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আকরাম
হোসেন, কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শ্যামল কিশোর পাল,
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাকিরুল ইসলাম প্রমূখ।
অধ্যক্ষ আকরাম হোসেন জানানা সকল যোগ্যতা যাচাই করে
০৭.০৭.২০১৫ খ্রি: তারিখে প্রধানমন্ত্রীর দপ্তর হতে স্মারক নং
৩৭.০০০.০০০.৭০.০৬.০০৩.২০১৪-৩৪৪ পত্র মোতাবেক প্রথম
প্রকাশিত জাতীয়করণের তালিকায় ৩৩টি কলেজের মধ্যে গোপালপুর
ডিগ্রী কলেজকে ৮ নম্বরে ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সদ্য
প্রকাশিত ১৯৯ টি কলেজের তালিকায় গোপালপুর ডিগ্রী
কলেজকে বাদ দেয়া হয়েছে। তিনি গোপালপুর ডিগ্রী ও অনার্স
কলেজকে পুনরায় জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবী
জানান।