ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের জেলাজুড়ে চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে।
কৃষকরা পাট কাটতে ও জাগ দিতে এখন ব্যস্ত সময় পার করছেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠ
জুড়ে শুধু পাটের সবুজ ক্ষেত। চাষীরা বলছেন, পাটের দাম বৃদ্ধিসহ উৎপাদন
মূল্য কম হওয়ায় অধিক লাভের আশায় পাট চাষ করেছেন তারা । তাছাড়া পাট
কেটে জাগ দেওয়াটাও এবার সহজ হবে।
উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামের আবু হানিফ জানান, আবহাওয়া
অনুকূলে থাকা, সময় মতো ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশকের সহজ
প্রাপ্তিতে এবার পাট ভালো হয়েছে।
মহেশপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু তালহা বলেন, মহেশপুর
উপজেলায় এই বছর ৬,২০৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছরের
তুলনায় ২০০০ হেক্টর বেশি।
তিনি আরো বলেন, ফলন বিঘা প্রতি ১০-১২ মণ হবে বলে ধারণা করা হচ্ছে।
ধানের দাম কম এবং গত বছর পাটের দাম ভালো থাকায় এই বছর পাটের আবাদ
বৃদ্ধি পেয়েছে।