রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৩০১ বার পড়া হয়েছে
বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

 

ভোলা প্রতিনিধি॥

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর
৯৮তম জন্মদিন ও শিশু দিবস পালিত হয়েছে।

শনিবার (১৭ মার্চ) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে
থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর নেতৃত্বে
একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বাংলাস্কুল মোড়,সদর
রোড,গাজিপুর রোড,চক বাজার ও নতুন বাজার হয়ে জেলা প্রশাসক
কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো.মোকতার
হোসেন,সিভিল সার্জন ডাঃ রথিন্দ্রনাথ মজুমদার,স্থানীয় সরকার
বিভাগের উপ-পরিচালক মো.মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক
সার্বিক মো. আলমগীর কবির,উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা
মুজাহিদুল ইসলাম,আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া
খাতুনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা
অংশ গ্রহন করেন।
র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক শিশু সমাবেশ
অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মো.মাসুদ আলম
ছিদ্দিক।
জেলা প্রশাসক বক্ততায় বলেন,জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা
স্বাধীন রাষ্ট্র আমরা পেতাম না। এইদিনটি আমাদের কাছে খুবই
গুরুত্তপূর্ণ। এই দিনের তাৎপর্য সম্পর্কে নতুন প্রজন্মেও কাছে তুলে
ধরতে হবে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার
আয়োজন করা হয়েছে। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান এই আলোচনা করে
শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিষয় তুলে ধরবে।

পরে অতিথিরা বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু ও
স্বাধীনতার উপর বিভিন্ন বইয়ের স্টল প্রদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451