সোহেল রানা,দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নিবার্চন আজ
রবিবার ০৭ আগষ্ট সকাল ০৮ থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত একযোগে
৯টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল খুব
বেশি।কিন্তু দুপুরের পর পরই শুরু হয় ক্ষমতাশীন দলের সমর্থকদের সন্ত্রাসী
হামলা ও ককটেল বিস্ফোরন।দুপুর ২টায় পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সন্ত্রাসীরা
ককটেল বিস্ফোরন করে এতে করে ভোটারদের মাঝে আতংক সৃষ্টি হয়।আস্তে আস্তে
করে ভোটারদের উপস্থিতি সংখ্যা কম হয়।প্রত্যক্ষদর্শীরা জানান,হামলাকারীরা
ক্ষমতাশীন দলের সমর্থক ও বহিরাগত ভারাটিয়া।তারা আরো জানান,এত সন্ত্রাসী
হামলা করার পরো বিএনপির বিজয় ছিনিয়ে নিতে পারে নি।এই বিষয়ে কর্মরত
পুলিশের সাথে সাক্ষাৎত করলে তারা বলে,যে গুলো ফুটানো হয়েছে তা সব ফটকা
ফুটানো হয়েছে।বিভিন্ন সংঘষের মধৌ দিয়ে বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহন।৫টায়
শুরু হয় গননা,কোন কোন কেন্দ্রে ভোট পড়েছে ৭৫% আবার কোন কেন্দ্রে
৮০%ভোট।একজন কমর্কতা জানান,এভারেজে ৭৫%ভোট পড়েছে।তিনি আরো বলেন ককটেল
বিস্ফোরনের ঘটনা না ঘটলে ৯০% ভোট পড়তো।ভোট গননা শেষে বেসরকারীভাবে বিএনপি
সমথিত প্রার্থী ধানের শীষ মার্কা আব্দুস সাত্তার মিলন ৪১১৩ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বিএনপির বিদ্রোহী
নারিকেল গাছ মার্কা আবুল কালাম আজাদ পেয়েছেন ৩৮৫৭ ভোট এবং তৃতীয়স্থানে
রয়েছেন আওয়ামীলিগ সমর্থিত প্রাথী নৌকা মার্কা তিনি পেয়েছেন ৩১৯৫
ভোট।ঘোড়াঘাট পৌরসভার মোট ভোটার ১৭ হাজার ১৯৭ জন।