মিষ্টার আলী মিলন,ব ̧ড়া জেলা প্রতিনিধিঃ ব ̧ড়া সদর শাখারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম ̈ান
হাসান জাহিদ হেলালের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পল্লীম১⁄২ল বন্দরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ ̈, গত বৃহ ̄úতিবার দুপুরে
শহরের গালাপট্টি চারমাথায় ব ̧ড়া সদর থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক
শাখারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম ̈ান হাসান জাহিদ হেলালের উপর দুর্বৃত্তার হামলা চালিয়ে
ছুরিকাঘাত করে। পরে তাকে র৩াত্ত অব ̄’ায় উদ্ধার করে ব ̧ড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে হামলাকারি সন্ত্রাসিদের গ্রেফতারের দাবিতে গতকাল
শুμবার সন্ধ ̈ায় ইউনিয়ন বাসীর উদ্দে ̈াগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে
শাখারিয়া ইউপি চেয়ারম ̈ান আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে ব৩ব ̈ রাখেন, বিশিষ্ট সমাজ
সেবক ইয়াকুব আলী সরদার, জহুরুল ইসলাম টুকু, আব্দুর রা৩⁄৪াক, খলিলুর রহমান, মশিউর রহমান
সোহাগ, ফরিদ উদ্দিন, নিছার উদ্দিন, মামুন, রবিউল ইসলাম বোবলা, লুৎফার রহমান, মাহমুদুল
হাসান, রফিকুল ইসলাম, আলহাজ্ব আনছার আলী, আলহাজ্ব সাইফুল ইসলাম, আনিছার রহমান,
শফিকুল ইসলাম, পায়েল, জাহা১⁄২ীর আলম, কামালা হোসেন, লেবু মিয়া ডাবলু মিয়া, দুলাল
হোসেন, ইকরাম হোসেন ,আবুল কালাম, মাহফুজার রহমান মাহফুজ, গোলজার রহমান, হারুন
হোসেন, আজমল হোসেন, সাহাব উদ্দিন, আবুল কালাম আজাদ, জুয়েল। মিছিল সমাবেশে
ইউনিয়নের বিপুল সংখ ̈ক জনগণ অংশ গ্রহণ করেন। সমাবেশে ব৩ারা অবিলম্বে হাসান জাহিদ
হেলালের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবী জানান।এ প্রস১ে⁄২ গতকাল শুμবার রাতে
শাখারিয়া ইউনিয়নের চেয়ারম ̈ান আবু সুফিয়ান সফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি
উপরো৩ সমাবেশের বিষয়টি নিশ্চিত করেন।