মিষ্টার আলী মিলন:বগুড়া জেলা প্রতিনিধিঃ ব ̧ড়া দুপচাঁচিয়ায় গতকাল শুμবার
সকালে যাত্রীবাহী বাসের চালক ও হেলপারকে মারপিটের ঘটনায় মোটরশ্রমিক
নেতাকর্মীরা দুপচাঁচিয়া সদরের সিও অফিস বাসস্ট ̈ান্ডে অবরোধ করে। এতে ব ̧ড়া-
নওগাঁ সড়কে প্রায় পৌনে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের
দুপাশে কয়েক শত যানবাহন আটকে পড়ে। এতে দুরপালা কোচের যাত্রীসহ ব ̧ড়া ও
নওগাঁ বাসের যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে পুলিশ এসে দোষীদের বিরুদ্ধে মামলা
নিয়ে দোষীদের গ্রেপ্তারের আশ্ব ̄— করলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। ব ̧ড়া জেলা
মোটরশ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউনুছ
আলী বলেন, গত বৃহ ̄úতিবার সন্ধ ̈ায় ব ̧ড়ানওগাঁ সড়কের কাহালু বাবলাতলায় বাসের
সাইড দেওয়াকে কেন্দধ করে সিএনজি অটোরিকশার যাত্রী দুপচাঁচিয়ার
জয়পুরপাড়ার খোকন(২৮) এর স১ে⁄২ বাস চালকের বাকবিতন্ডা হয়। এর জের ধরে আজ
শুμবার সকালে খোকন তাঁর সা১⁄২পা১⁄২দের নিয়ে ওই বাসের চালকসহ ষ্টাফদের মারধর করে।
এতে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে বেরিকেড দেয়। এব ̈াপারে বাসের চালক সুজন বাদী
হয়ে পাঁচজনকে আসামী করে দুপচাঁচিয়া একটি মামলা করেছে। থানার অফিসার
ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ব ̧ড়ানওগাঁ সড়ক অবরোধের খবর পেয়ে
স১ে⁄২ স১ে⁄২ পুলিশ পাঠিয়ে পরিি ̄’তি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আসামীদের
গ্রেপ্তারের জন ̈ বিভিন্ন ̄’ানে অভিযান অব ̈াহত রয়েছে।