মোঃ আশিকুর রহমান(টুটুল) জেলা প্রতিনিধি নাটোর :
বাংলার প্রতিদিন সহ কয়েকটি পত্রিকায় “ওয়ালিয়ার সড়কে হাটু পানি” নিউজ টি প্রকাশের পরে শনিবার বিকালে উপজেলার নির্বাহী অফিসার নজর”ল ইসলামের নেতৃত্বে নাটোরের লালপুর উপজেলার পুলিশ ফাঁড়ির ঘেঁষে একটি ড্রেন খননের মাধ্যমে পানি নিস্কাশনের ব্যাব¯’ করেন । এবং রাস্তার দুই ধারে মাটি দিয়ে রাস্তার পানি পাড়া পার হতে না পাড়াই জলাবদ্ধতার সৃষ্টি করে রাস্তার পথচারী ও শিক্ষার্থী দের দূর্ভোগে ফেলার অপরাধে রঞ্জিত পাল কে পাঁচ হাজার ও ফাতেমা ফটোস্ট্যাটের মালিক পিন্টুকে দশ হাজার টাকা এবং ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারাই ডা. কামর”জ্জামানের দশ হাজার টাকা জরিমানা কারেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজর”ল ইসলাম এবং নিকটবর্তী আনাম সুপার মার্কেটের মালিক আব্দুস শাহান মাসুম কে দুই দিনের মধ্যে রাস্তার পার্শ্বে ফেলে রাখা মাটির এক ফিট উঠিয়ে নেওয়ার নির্দেশ দেন । এসময় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জামাত আলী ও ওয়ালিয়া ইউনিয়ান পরিষদের বর্তমান চেয়ারম্য্ান আব্দুল হাকিম সরকার ও নবনির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান মাষ্টার ও ইউপি সদস্য হুমায়ন কবিরসহ নেতৃ¯’ানীয় ব্যাক্তি ও সুধি জন উপ¯ি’ত ছিলন ।