সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিয়ের বাজার মন্দা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৩৫৯ বার পড়া হয়েছে
বিয়ের বাজার মন্দা
লিখেছেন সলিম উল্লাহ,
বাংলাদেশে বিয়ে শাদী ইদানিং মন্দাভাব দেখা যাচ্ছে, এই জন্য কিছু কারন আছে বটে তা হল-  পারিবারিক কলহ , পরকিয়া , চাকুরীর বাজার মন্দা , বেকারক্ত , বাজার মুল্য ঊর্ধ্বগতি , ব্যবসা বানিজ্য নিম্নগতি ,অর্থনৈতিক  অবস্থা ভাল নয় ,সরকার মানুষের প্রতি শোষণ শুরু করছে । এই ছাড়া ও জনশক্তি রপ্তানিতে ব্যর্থ মিশন গুলি । জনগণ যাবে কোথায় ,দেশে শান্তি কোথায় ,খাদ্যে ভ্যাজাল , পরিবহন খাতে জাম সহ রাস্তা ঘাটে দুরবস্থা । দিন দিন সুখ শান্তি হারিয়ে যাচ্ছে । মানুষ কেমন যেন হিমশিম খাচ্ছে । দেশের মুষ্টিমেয় কিছু  পরিবার ছাড়া আর  মধ্যভিত্তরা তেমন  শান্তিতে নাই ,কেহ জানে না কার কি অবস্থা ,যার ব্যথা সে বুজে কত যাতনা । সরকার একটু  চিন্তা করলে মনে হয় আমাদের দেশের এই দুরাবস্থা কেটে উঠা সন্মব । পরিবারের আয় রোজগার স্লো গতি কি করবে বিয়ে করে ,একজন মহিলার খরচের গতি একজন পুরুষের চেয়ে ২০গুন বেশি । এর মধ্যে পানি , বিদ্যুৎ গ্যাস ,ট্যাক্স ,উচ্চহারে  বৃদ্ধি জন মানবে অশান্তি  এই সব কিছু কে দায়ী করি । প্রতি তি ঘরে কন্যাদায় গ্রস্থ ,মাতা।পিতা পরিবারের সদস্যরা হতাশ ।যার জন্য আজকাল বিয়ের  বাজার মন্দাভাব ।

এস ইউ ,

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451