মিষ্টার আলী মিলন,বগুড়া প্রতিনিধি : বগুড়া শরপুর ঢাকা-বড়া মহাসড়কর গাড়ীদহ বাসষ্ট্যান্ডে যাীবাহী বাস ও টাকর মুখামুখি সংঘষ দুই সনা সদসসহ ৩জন নিহত হয়ছন। এ ঘটনায় আহত হয়ছন কমপক্ষে ১০জন।নিহতরা হলন, বড়া শহরর মালতিনগরর বাসিদা বাসর সুপারভাইজার সিকিুর রহমান ও সনা সদস মারশদুল আলম। নিহত অপর সনা সদসর নাম ও পরিচয় এখনা জানা যায়নি। বৃহস্পতিবার (২৮জুলাই) দিনগত রাত পৗনে ৯টার দিক এ দুঘটনা ঘট। এদিক দুঘটনার পরপরই মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘার মত সব ধরনর যান চলাচল ব থাক। এসময় মহাসড়কর দুপাশ অসংখ যানবাহন আটকা পড় তীব যানজটর সি হয়। শরপুর ফায়ার সাভিস ও সিভিল ডিফন্সের স্টেশন অফিসার সাহল রানা জানান, বড়া থক সিলটর উদ্দেশে ছড় যাওয়া মামুন পরিবহনর একটি বাস (ঢাকা মটা-ব-১১-৩৭৬৭) উ ‘ান পঁছাল একটি টাকর (ঢাকা মটা-ট-১৬-৬২৩১) মধ মুখামুখি সংঘষ হয়। এত ঘটনা’লই বাসর সুপারভাইজার সিকিুর রহমান নিহত হন। এছাড়া আশাজনক অব’ায় ৩জনক উার কর বড়া শহীদ জিয়াউর রহমান মডিকল কলজ হাসপাতাল (শজিমক) নওয়ার পথ আরও দুজন মারা যান। বড়া শহরর ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশর দায়িতপা কমকতা (টিএসআই) শাহ আলম শজিমক এ আনার পথ দুজন মারা যাওয়ার বিষয়টি নিতি কর জানান, নিহত দুজনই সনাবাহিনীর সদস। তব নিহত অপর সনা সদসর পরিচয় এখনা জানা যায়নি বল এই পুলিশ কমকতা জানান।