মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে কম্পিউটারে পর্ণোগ্রাফি (নিলছবি) রাখার অপরাধে মঙ্গলবার সন্ধায় তিনটি কম্পিউটার সহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, ওয়ালিয়া গ্রামের হাশেম আলীর পুত্র জনি হোসেন (২১), একই গ্রামের মোশারফ হোসেনের পুত্র হাসান আলী (২২), এবং দিয়াড়পাড়া গ্রামের আলতাব হোসেনের পুত্র নাজমূল হক নান্নু (২০) ওয়ালিয়া বাজারে কম্পিউটারের দোকান দিয়ে মোবাইল ফোনে নিল ছবি ডাউনলোড করার ব্যবসা করছিল। র্যাব-৫ (রাজশাহী) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং ৩টি কম্পিউটার জব্দ করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে লালপুর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে।