সোহেল রানা,দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের নবাবগন্জ উপজেলার রঘুনাতপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার বিকালে প্রায় ২শ শিক্ষার্থীর মাঝে
বিতারন করা হয় স্কুল ব্যাগ।উপজেলা প্রশাসন,৩নং গোপালগন্জ ইউপির উদ্দ্যোগে
এবং এলজিএসপি এর অথার্য়নে রবিবার বিকালে শিক্ষার্থীদের মাঝে এই স্কুল
ব্যাগ বিতারন করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা
নির্বাহী অফিসার মো:বজলুর রশিদ।বিশেষ অতিথি হিসাবে ছিলেন,উপজেলা ভাইস
চেয়ারম্যান মো:শাহিনুর ইসলাম,৩নং গোপালগন্জ ইউপি চেয়ারম্যান মো:রাশেদুল
ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক এম রহুল আমিন প্রধান,এবং এই
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:কামাল হোসেন।