দিনাজপুর সংবাদদাতা:দিনাজপুরের ঘোডাঘাটে বখাটের উত্ত্যক্তে স্কুলে যাওয়া
বন্ধ করেছে অনিমা মালো(১২)নামে এক স্কুল ছাত্রী।অনিমা মালো ঐ উপজেলার হত
দরিদ্র শ্রী অনিল মালোর মেয়ে।সে জানায়,স্কুলে যাওয়ার সময় ওই বখাটে যুবক
প্রমথ মালো(১৮)আমাকে প্রেমর এবং বিয়ের প্রস্তাব দেয় এছাড়াও অশ্লীল ভাষা
প্রয়োগ করে।ওই কারনে স্কুলে যাওয়া বন্ধ হয় অনিমা মালোর।তার দাদি কলিনা
মালো জানান,প্রাই ওই বখাটে ছেলে আমার নাতনীকে উত্ত্যক্তো করতো এবং
রাস্তায় জোর করে ছবি তুলে ফেসবুকে পোষ্ট করে।এই বিষয়ে সিংড়া ইউপির
চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল এবং মনিরামপুর মিশনের প্রধান শিক্ষিকা
বলেন এখনো এই বিষয়ে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ করলে ঐ বখাটে যুবকের
বিরুদ্ধে আইনুগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে।